potrika360PostAd

গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতি (SR Ranganathan)

  গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতি

 ভারতের প্রখ্যাত গ্রন্থকার বিজ্ঞানী আশ্চর্য  শিয়ালী  রাম মৃত  রঙ্গনাথ (SR Ranganathan)

 গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতি উদ্ভাবক । রঙ্গনার গ্রন্থাগার পেশার লোক না হয়েও গ্রন্থকার ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হয়ে পড়েন সে সুযোগে তিনি ভারত ও বিদেশের বিভিন্ন গ্রন্থকার পরিদর্শন করেছিলেন ফলে গ্রন্থগুলোর অবস্থা সমস্যা-সম্ভাবনা ও ও গ্রন্থকার সার্ভিস সম্পর্কে তার প্রত্যক্ষ ধারণা জন্মেছিল গভীরভাবে চিন্তা করেছিলেন গ্রন্থ সংগ্রহে গ্রন্থ বিন্যাস ক্যাটালগ পদ্ধতিতে সাংগঠনিক পদ্ধতিতে পরিচালনার ব্যবস্থাপনায় শুভ হোক সার্ভিস প্রদানের নূন্যতম মান রক্ষা করার প্রয়োজন তিনি ভবিষ্যৎ ও দুর্ভোগকে লক্ষ্য রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা আবশ্যক।  গ্রন্থগারের বহুমুখী ভূমিকা সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন তার এই চিন্তাগুলোকে তিনি সূত্র আকারে রূপ দিয়েছিলেন।  অন্ধকারের লক্ষ্য অর্জন ও উদ্দেশ্য সাধনে তিনি পাঁচটি সূত্র নির্দেশ করেছিলেন। তিনি ১৯২৪  সালে প্রথম সূত্রগুলোর কথা চিন্তা করেন, ১৯২৮  সূত্র আকারে গঠন করেন এবং১৯৩১ সালে Five Law of Library science  গ্রন্থ আকারে প্রকাশ করেন ।




 সূত্রগুলো নিম্নরূপ

  • Books are For Use  বই ব্যবহারের জন্য

  • Every reader his/her Book  প্রত্যেক পাঠকের জন্য বই

  • Every Book its Reader  প্রতিটি বইয়ের জন্য পাঠক

  • Save the Time Of the Reader  পাঠকের সময় বাঁচাতে বই

  • A Libaray is a Growing Organism  গ্রন্থাগার একটি স্ক্রম  বর্ধিষ্ণু প্রতিষ্ঠান


 তার এ পাঁচটি সূত্র গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতি হিসাবে খ্যাত।

  তিনি  এ পঞ্চম নীতিকে বর্ণনা করেছেন Normative principles of Library Science  অর্থাৎ গ্রন্থাগার বিজ্ঞানের আদর্শ নীতি হিসাবে।  এ নীতি গুলোর মধ্যে গ্রন্থাগার বিজ্ঞানের বিজ্ঞানিক আলোচনা বিদ্যমান রয়েছে নীতি গুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে সরল বাক্য বুলু সুগভীর তাৎপর্যমণ্ডিত এবং প্রতিটি নীতির মধ্যে অন্ধকার সংগঠন ও পরিচালনার দিকনির্দেশনা বিদ্যমান দায়িত্ব ও কর্তব্য এর সূত্রগুলো।  এ গ্রন্থাগার বিজ্ঞানের মৌলিক নীতি বলা হয়ে থাকে এর যথাযথ প্রয়োগের মাধ্যমে একটি আধুনিক গ্রন্থগার সফল হতে পারে নিম্নের ক্রমান্বয়ে এ নীতিগুলি আলোচনা করা হলো


  • Books are For Use  বই ব্যবহারের জন্য

 গ্রন্থগারের পুস্তক পাঠ করার জন্যই সংগ্রহ সংগঠন ও সংরক্ষণ করা হয়।  পুস্তক ব্যবহার না হলে গ্রন্থকারের উদ্দেশ্য ব্যাহত হয়। প্রাচীনকালে গতকালকে গুদাম হিসেবে ব্যবহার করা হতো এবং গ্রন্থকে সংগ্রহ করে গুদামজাতকরন করে রাখা হতো এতে গ্রন্থকার সংগ্রহের মর্যাদা বৃদ্ধি পেয়েছে বটে কিন্তু পাঠকের চাহিদা মেটে নি। প্রথম থেকে বিচ্যুত  হয়েছে । এ নীতির তাৎপর্য হচ্ছে অন্ধকারের এমন ব্যবস্থা অবলম্বন করা উচিত এবং এমন পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন যাতে কোন প্রকার বুলু যথাযথভাবে সার্বিক ব্যবহৃত হতে পারে । এ ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিতে হবে । এমন ব্যবস্থা অবলম্বন করতে হবে যাতে পাঠক-পাঠিকা বিন্দু আকৃষ্ট হন এবং গ্রন্থ পাঠের উদ্বুদ্ধ হন।  সর্বাধিক ব্যবহার নিশ্চিত করণের জন্য নিম্নোক্ত পন্থা অবলম্বন করা যেতে পারে-


  গ্রন্থাগার ভবনঃ  গ্রন্থাগার ভবন পরিকল্পনা অনুযায়ী এমনভাবে করা উচিত যাতে বিগ দিক আমন্ত্রণ যোগ্য ও অভ্যন্তরীণ পরিবেশ হয় আকর্ষণীয় সহজে যেন পাঠক আসতে পারে এবং সেবা নিশ্চিত করা যায় এমন হওয়া চাই । পর্যাপ্ত আলো থাকা বাঞ্ছনীয় । নিঃশব্দ মেজে পরিচ্ছন্ন পরিবেশ শব্দহীন পাঠকক্ষের ব্যবস্থা থাকা বাঞ্ছনীয় এরকম মনোরম পরিবেশ হলে পাঠকদের প্রতি আকৃষ্ট হবে বই পড়বে তবে প্রথম নীতি বাস্তবায়িত হবে ।


 গ্রন্থাগারের অবস্থানঃ  গ্রন্থগারের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ।  ব্যবহারকারীরা যাতে সহজে ঘরে আসতে পারেন এমন স্থান অধিকার প্রতিষ্ঠা করতে হবে।  ব্যবহারকারীদের নাগালের মধ্যে না হয় তাহলে তারা গ্রন্থকারের আসবেনা,  পুষ্প ব্যবহার হবে না। তাই প্রথমে আইন কেউ সফল করতে হলে গ্রন্থকারের অবস্থান যথাযথ স্থানে হওয়া বাঞ্চনীয়। শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কেন্দ্রস্থলে এবং গণগ্রন্থাগার সমাজের অধিকাংশ জনগণের নাগালের মধ্যে প্রতিষ্ঠ করতে  হবে ।


 আসবাবপত্রঃ  গ্রন্থকারের পাঠক কেবিল পাঠক চেয়ার বুকসেলফ ক্যাটালগ কেবিনেট ইত্যাদি সুরুচিসম্পন্ন এবং আরামপ্রদ হতে হবে বুকসেলফ থেকে যেন পাঠক সহজে পুস্তক নামিয়ে পড়তে পারে এমন হওয়া উচিত সুরুচিসম্পন্ন আরামপ্রদ ও আসবাবপত্র ও পাঠকদের গ্রন্থ পাঠের উদ্বুদ্ধ করতে পারে । 


 গ্রন্থকার সময়সূচীঃ  গ্রন্থগারের সময়সূচী যত বেশি হবে ব্যবহারকারীরা ততো বেশি উপকৃত হবে গ্রন্থ পাঠের উদ্বুদ্ধ হবেন বিশ্ববিদ্যালয় ও গণগ্রন্থাগার সমূহ সকাল 8 টা থেকে রাত 8 টা পর্যন্ত খোলা রাখা উচিত।



 গ্রন্থ নির্বাচনঃ  গ্রন্থাগারের গ্রন্থ এমনভাবে নির্বাচন করা উচিত যাতে প্রতিটি গ্রন্থ ব্যবহৃত হয়।  পাঠক  পাঠিকাদের চাহিদা অনুযায়ী গ্রন্থ নির্বাচন করতে হবে।  গণগ্রন্থাগার ও কলেজ  গ্রন্থাগারে খুব বেশি দামি  পুস্তক ক্রয় করা ঠিক নয় ।  শিশু গ্রন্থাগারে তাদের উপযোগী ও আকর্ষণীয় প্রস্তাব ক্রয় করা প্রয়োজন।  পাঠকদের প্রকৃত চাহিদা  নির্ধারণ পূর্বক যদি পুস্তক নির্বাচন করা যায় তাহলে গ্রন্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে।


 সেলফ সাজানো  নিদৃষ্ট শ্রেণীকরণ পদ্ধতি অনুযায়ী বিষয়ভিত্তিক ভাবে প্রস্তুত সেলফি সাজানো হলে পাঠক সহজেই তার প্রয়োজনীয় বইটি পেতে পারে এতে আটকের সময় বাঁচবে এবং ব্যবহারের পরিমাণ বাড়বে।


 রেফারেন্স সার্ভিস   গ্রন্থাগারে সঠিক সময়ে সঠিক পুস্তকটি উপযুক্ত পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য রেফারেন্স সার্ভিস অত্যন্ত জরুরী। পুস্তক ব্যবহারের নিশ্চিতকরণের জন্য রেফারেন্স সার্ভিস ব্যবহার করতে হবে।



  • Every reader his/her Book  প্রত্যেক পাঠকের জন্য বই

 এক্ষেত্রে পাঠকের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবহারকারীদের প্রতিকারের সক্রিয় কর্তব্যবোধ থাকা আবশ্যক। দ্বিতীয় নীতি অনুযায়ী গ্রন্থ শুধু বিশেষজ্ঞদের জন্য ক্রয় করা হবে না বরং অসুস্থ কারাবন্দি নব শিক্ষিত গরিব অল্পশিক্ষিত ছাত্র-শিক্ষক অর্থাৎ সর্বস্তরের জনসাধারণের পাঠ চাহিদা নির্ধারণ পূর্বক প্রতিটি পাঠকের জন্য গ্রন্থ ক্রয় করতে হবে মনোভাব সম্পর্কে সচেতন হতে হবে এবং তাদের প্রয়োজনীয় তথ্য সামগ্রী সরবরাহ করতে হবে আটক হল গ্রন্থকারের  প্রাণ । প্রান ছাড়া যেমন প্রাণী বাঁচতে পারে না তদ্রুপ পাঠক ছাড়া গ্রন্থকার অচল তাই পাঠকদের প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রস্তুত নির্বাচন ও সংগ্রহ করতে হবে তবেই পাঠক তার কাঙ্খিত তথ্য পাবেন অন্ধকারে আসবেন গ্রন্থপাঠ উদ্বুদ্ধ হবেন । তবে দ্বিতীয় নীতি বাস্তবায়ন হবে তার জন্য নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে - 


  গ্রন্থাগার আইন  প্রতিটি পাঠকের জন্য গ্রন্থ নিশ্চিত করতে হলে গ্রন্থাগার আইন অত্যন্ত জরুরী।  গ্রন্থাগার আইনের দ্বারা প্রয়োজনীয় অর্থের সংকুলান করে সকল প্রকার গ্রন্থাগার সেবা নিশ্চিত করতে হবে সারাদেশে একটি কার্যকর গ্রন্থগার ব্যবস্থা গড়ে তোলার জন্য গ্রন্থগার আইনের কোনো বিকল্প নেই ।


 গ্রন্থ নির্বাচন  প্রতিটি পাঠকের জন্য গ্রন্থ নিশ্চিত করতে হলে গ্রন্থ নির্বাচনের বিষয়ে বৈচিত্রের উপর গুরুত্ব দেওয়া উচিত । বিভিন্ন পাঠক বিভিন্ন বিষয়ের, এটি পাঠক বিভিন্ন বিষয়ের   গ্রন্থ পড়তে পারেন। তাই বিভিন্ন বিষয়ের উপর রচিত প্রয়োজনীয় গ্রন্থ নির্বাচন করা উচিত।

 

 সেলফ সাজানো

 পাঠক পাঠিকা যাতে সহজেই পেতে পারেন সেদিকে খেয়াল রেখে একই বিষয় একত্রে এবং সম্পর্কযুক্ত বিষয় পাশাপাশি রাখতে হবে বিশেষ ক্ষেত্রে অত্যাধুনিক প্রয়োজনীয় ও অধিক ব্যবহৃত হয় এমন প্রস্তাব সাধারণ ক্ষেত্রে ব্রোকেন অর্ডার নীতি অনুসরণ করা যেতে পারে।


 সূচীকরণ

  গ্রন্থাগার ক্যাটালগ হল সমুদয় গ্রন্থের আয়না স্বরূপ । ক্যাটালগ অবশ্যই হওয়া উচিত । কার্ডের নির্ভুল হওয়া বাঞ্ছনীয়।     মিশ্রিত ক্ষেত্রে বিশ্লেষণাত্মক এন্ট্রি প্রস্তুত করা উচিত।


 রিসোর্স শেয়ারিং

 পার্থ চাহিদা পূরণ করার একটি নির্দিষ্ট গ্রন্থাগারের দ্বারা সম্ভব হয় না । তাই অন্ত গ্রন্থগার ব্যবস্থা গড়ে তুলতে হবে এর মাধ্যমে প্রতিটি পাঠকের চাহিদা মোতাবেক তথ্য সরবরাহ করা যেতে পারে ।


 উম্মুক্ত ব্যবহার পদ্ধতি

 গ্রন্থগারের যদি খোলা থাকে বা ব্যবহার পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে প্রত্যেক পাঠক অবাধে বই ব্যবহার করতে পারবেন। কোন ধরনের বাধার সম্মুখীন হবেন না। সহজে তার প্রয়োজনীয় প্রস্তুতি খুঁজে নিতে পারব… ফলে পাঠকের সময় বাঁচবে। তাই এ নীতি বাস্তবায়নের জন্য উম্মুক্ত ব্যবহার পদ্ধতি অনুসরণ করতে হবে


 রেফারেন্স সার্ভিস


 রেফারেন্সের গ্রন্থাগারিকের পাঠক সম্পর্কে এবং তাদের চাহিদা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে  যাতে প্রতিদিন পাঠক কে সঠিক তথ্য সরবরাহ করতে পারেন ।


  • Every Book its Reader  প্রতিটি বইয়ের জন্য পাঠক


 তৃতীয়  নীতির গুরুত্ব হচ্ছে পুস্তক অর্থাৎ প্রতিদিন গ্রন্থের যথাযথ ও উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা।  প্রতিটি গ্রন্থের কমবেশি পাঠক থাকতে হবে।  রঙ্গনাথ এর মতে,  গ্রন্থাগারিক যদি গ্রন্থ সম্পর্কে অবহিত না হন, সঠিক গ্রন্থ নির্বাচন না করে্‌ ভবিষ্যৎ প্রয়োজন সম্পর্কে দূরদর্শী না হন ,  তবে গ্রন্থ কখনোই তার যথাযথ পাঠক খুঁজে পাবেনা।  তৃতীয় নীতি বাস্তবায়নে গ্রন্থাগারিকের ভূমিকা সবচেয়ে বেশি। গ্রন্থাগারিকের সামগ্রিক কার্যক্রম যেমন সংগ্রহ সংরক্ষণ ও বিতরণ এর যদি নৈপুণ্য দেখাতে পারেন তাহলে গ্রন্থ গ্রন্থ পাঠকের কাছে নিজস্ব পরিচয় তুলে ধরতে পারবেন।  হলে তৃতীয় নীতি বাস্তবায়ন সম্ভব হবে। এজন্য গ্রন্থ নির্বাচন সঠিক হতে হবে তেমনি ক্যাটালগ হতে হবে নির্ভুল।  তাছাড়া ঘনত্ব ব্যবহার পদ্ধতি ব্যবহার করা হলেও সহজে তার কাংখিত তথ্য খুজে পেতে পারবেন তাতে তৃতীয় নীতি সহজে বাস্তবায়ন হবে বলে বিজ্ঞজনেরা মনে করেন অন্ধকারের ব্যবহার নিশ্চিত করণের জন্য নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া যেতে পারে -


 গ্রন্থ নির্বাচন

  গ্রন্থাগারের প্রতিটি গ্রন্থের জন্য পাঠক নিশ্চিত করতে হলে এমন পুস্তক নির্বাচন করতে হবে যাতে ব্যবহারকারী সর্বোচ্চ উপকারে আসে। সীমিত বাজেটের মধ্যে সর্বাধিক প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে কম গুরুত্বপূর্ণ সংগ্রহ না করে অন্ধকার সহযোগিতার মাধ্যমে প্রয়োজন মেটাতে হবে।


 ক্যাটালগ

 ক্যাটালগ সংগ্রহের আয়না স্বরূপ। ক্যাটালগ এমন ভাবে প্রস্তুত করা উচিত জাতীয় পাঠক তার ইচ্ছামত খুঁজে পেতে পারেন গ্রন্থকার শিরোনাম বিষয় সম্পাদক সিরিজ  ক্রস  রেফারেন্স বিশ্লেষণাত্মক এন্টি ইত্যাদি প্রস্তুত করা উচিত


 উন্মুক্ত ব্যবহার পদ্ধতি


  উন্মুক্ত ব্যবহার পদ্ধতির মাধ্যমে প্রতিটি গ্রন্থকে পাঠকের কাছে হাজির করা যায়, পাঠক তার নির্দিষ্ট গ্রন্থ ছাড়াও না জানা অনেক গ্রন্থ পেতে পারেন তাই উন্মুক্ত ব্যবহার পদ্ধতি অনুসরণ করা উচিত।


 সম্প্রসারণমূলক সেবা

 সম্প্রসারণমূলক সেবার উদ্দেশ্য হলো সৃষ্টি বিভিন্ন ধরনের সম্প্রসারণমূলক কার্যক্রমের মাধ্যমে আকৃষ্ট করে গ্রন্থকারের নিয়ে আসতে পারলে আস্তে আস্তে তার পারবে গ্রন্থ পাঠের উদ্বুদ্ধ হবেন এবং ক্রমান্বয়ে  গ্রন্থাগারের নিয়মিত পাঠক হয়ে যেতে পারেন । তাই বই এর ব্যবহার নিশ্চিত করণের ক্ষেত্রে এ পদ্ধতি খুবই কার্যকর ।


 

  • Save the Time Of the Reader  পাঠকের সময় বাঁচাতে বই


 গ্রন্থাগারের ব্যবহারকারীদের অতিব্যস্ত ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে হবে। এটি চতুর্থ নীতি তাৎপর্য। দ্রুত গ্রন্থ প্রাপ্তি পাঠকদের উৎসাহিত ও অনুপ্রাণিত করে।  হলে গ্রন্থ তথা গ্রন্থগার ব্যবহার বৃদ্ধি পায়। গ্রন্থটিতে যদি সময় বেশি লাগে তাহলে গ্রন্থ পাঠকের সময় হাস পাওয়ার স্বাভাবিক । এতে পাঠক বিরক্ত বোধ করেন। গ্রন্থ যদি সুশৃংখলভাবে সেলফি সাজানো থাকে তাহলে বই পেতে সময় নষ্ট হয় না ।  । এক্ষেত্রে গ্রন্থকার কর্মীদের সচেতন হওয়া প্রয়োজন।  প্রতিপাদ্য শুধু পাঠকের সমাধান নয় ব্লগার কর্মীর সময় সাশ্রয় করতে হবে।, গ্রন্থকার কর্মীর সময় হলে তিনি এ সময়ে অন্য যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারে, তাতে পাঠক সেবার মান আরও উন্নত হবে । একজন পাঠকের যদি স্বল্পতম পর্যায়ে তার কাঙ্খিত তথ্য সরবরাহ করা যায় তাহলে পাঠকের সময় যেমন বাড়বে তেমনি গ্রন্থকার কর্মীর সময় আসবে । সঠিক সময়ে সঠিক পুষ্টি উপযুক্ত পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য কাজ নির্ভুল ও সুচারুভাবে হতে হবে । তবে 14 নীতি বাস্তবায়ন সম্ভব হবে । তাই এ নীতি বাস্তবায়নের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার -


 সেলফ সাজানো

 একত্রে এবং সম্পর্কযুক্ত বই যদি পাশাপাশি রাখা যায় তাহলে  কাঙ্খিত বই পেতে পাঠকের সময় বেচে যাবে । দ্রুত সামগ্রী সরবরাহের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত পুস্তকসমূহ  ব্রোকেন অর্ডার নীতি অনুসরণ করে সুবিধাজনক স্থানে রাখা যেতে পারে ।


 কেন্দ্রীয় সূচীকরণ ও শ্রেণিকরণ

 বৃহৎ গ্রন্থাগারের ক্ষেত্রে যদি কেন্দ্রীয়ভাবে সূচীকরণ ও শ্রেণীকরণ করা হয় তাহলে গতকাল কর্মীদের সময় সাশ্রয় হবে বলে তারা গ্রন্থকারের অন্যান্য কাজ করতে পারবেন এবং সেবার মান উন্নয়ন করা সম্ভব হবে ।


 সার্কুলেশন

 গ্রন্থগারের চার্জিং পদ্ধতি দ্রুততর সহজ ও বিজ্ঞানসম্মত হওয়া উচিত ।

 সার্কুলেশনের কর্মীদের প্রতি প্রশিক্ষণ থাকা প্রয়োজন যাতে তারা দ্রুত বই ধার দেওয়া জমা নেওয়া কার্যক্রম পরিচালনা করতে পারেন এতে পাঠকের সময় অনেক বাচবে ।


  গ্রন্থাগার সেবা

 গ্রন্থাগারের  দেয় বিভিন্ন সেবার মান যদি উন্নত করা যায় তাহলে পাঠকের সময় অনেক বাজবে এতদুদ্দেশ্যে গ্রন্থগার কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে এবং কর্মীদের ও তাদের স্ব-স্ব কাজের প্রতি আন্তরিক হতে হবে।


 গ্রন্থাগারিকদের যোগ্যতা 

 সফল করতে হলে দ্রুত চাহিদা পূরণ করতে হলে যোগ্য জনবলের অত্যন্ত প্রয়োজন। অধিক গুরুত্বপূর্ণ। তাকে হতে হবে যোগ্য সৎ নিষ্ঠাবান ও গতিসম্পন্ন ।  তিনি হবেন সদা কর্মতৎপর


 তথ্যপ্রযুক্তি

 বর্তমানে তথ্য বিস্ফোরণের যুগে পাঠকের সময় বাঁচাতে হলে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এক্ষেত্রে গ্রন্থাগারিককে কম্পিউটারাইজ করা যেতে পারে সময় বাচানোর জন্য কম্পিউটার সার্চ সার্ভিস দেওয়া যেতে পারে এবং ইন্টারনেট ইমেইল ইত্যাদি সুবিধা নিশ্চিত করতে হবে ।



  • A Libaray is a Growing Organism  গ্রন্থাগার একটি স্ক্রম  বর্ধিষ্ণু প্রতিষ্ঠান

 প্রথম থেকে চতুর্থ নীতিগুলো গ্রন্থগারের বর্তমান সময় এর কার্যাবলী কে নিদর্শন করে কিন্তু পঞ্চনীতি ভবিষ্যতকে  নির্দেশ করে।  সকল প্রকার গ্রন্থ গাড়ি ক্রমশ বৃদ্ধি পেয়ে থাকে এ বৃদ্ধি করে সকল দিক যেমন গ্রন্থগার সামগ্রী পাঠক আসবাসপত্র কর্মীর সংখ্যা ভবন সেবা ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য । এস আর রঙ্গনাথ  এ বৃদ্ধিকে জীবনের সাথে তুলনা করেছেন। জীবদেহে যেমন প্রতিটি অঙ্গ বৃদ্ধি পায় তেমনি গ্রন্থকারের সংগ্রহ থেকে নিয়ে সবকিছুই বৃদ্ধি পায় । আজকে যে গ্রন্থগারের যাত্রা আগামী দিন সেটি  মহি রুহে  লাভ করবে এটাই স্বাভাবিক। পৃথিবীর সর্ববৃহৎ গ্রন্থগার যাত্রার সময় এমন ছিলনা । কালের প্রবাহে প্রয়োজনের তাগিদে গ্রন্থগারের বৃদ্ধি পাবে তাই গ্রন্থকার প্রতিষ্ঠা করার সময় অধিক গুরু সামনে রেখেই যাত্রা শুরু করতে হবে । পরিকল্পনা এমন হওয়া উচিত যাতে ভবিষ্যতে স্থানের কোনো অসুবিধা না হয় । অর্থাৎ প্রয়োজনে যেন ভবন সম্প্রসারণ করা যায় । এদিক গুলো সামনে রেখে পরিকল্পনা করা হলে পঞ্চম নীতি বাস্তবায়ন হবে । পঞ্চম নীতি কে কার্যকর করার জন্য নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনায় করা যায়


 সার্ভিস লাইব্রেরী

 সার্ভিস গ্রন্থাগারে স্বল্প ব্যবহৃত পুস্তক পুরাতন সংস্করণ এবং প্রাপ্ত গ্রন্থ কম থাকে।  এ ধরনের গ্রন্থ গাড়ি পুরাতন সংস্করণ বাতিল করে নতুন সংস্করণ সংগ্রহ করা হয়।  তাতে স্থান সমস্যা অনেকাংশে সমাধান হয়


  স্টোরিজ লাইব্রেরি

 স্টোরেজঃ লাইব্রেরি দুষ্প্রাপ্য ও দুর্মূল্য গ্রন্থ সমৃদ্ধ হয় ।  এ ধরনের গ্রন্থ কখনো বাতিল করা হয় না বরং প্রতিটি গ্রন্থকে নিউজ মর্যাদা রক্ষা করা হয়।  অনেক পুরনো তথ্য অথচ প্রয়োজনীয় এ ধরনের গ্রন্থ থেকে পাঠক পেতে পারেন। 


 গ্রন্থাগার ভবন

 গ্রন্থাগার ভবন পরিকল্পনায় ভবিষ্যৎ সম্প্রসারণ এর ব্যবস্থা রাখা অপরিহার্য কেননা গ্রন্থাগার বর্ধনশীল প্রতিষ্ঠান ।  গ্রন্থাগারের সংগ্রহ পাঠক কর্মী আসবাসপত্র বৃদ্ধির সাথে সাথে ভবনের দায়িত্ব হল স্থান সংকুলানের কাজের সমপ্রসারণের ব্যবস্থা নির্বাচন ও ভবন পরিকল্পনা করতে হবে

  গ্রন্থাগার কর্মী

 গ্রন্থাগার সার্ভিস ও সংগ্রহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রন্থাগার  কর্মীর সংখ্যা বেশি প্রয়োজন হয়।  নতুন নতুন কর্মীর জন্য প্রয়োজনীয় সংখ্যক পদ সৃষ্টি ও নিয়োগের ব্যবস্থা করতে হবে এ প্রক্রিয়ায় নিয়মিতভাবে চলতে থাকে ।


 গ্রন্থাগার পরিচিতি

 গ্রন্থাগারে পুরাতন পাঠকের নতুন পাঠকের আগমন প্রতিনিয়ত হতে থাকে এ নতুন  পাঠকের ব্যবহার সামগ্রিক নিয়মাবলী সম্পর্কে অবগত করানো দায়িত্ব ।  এ অনুষ্ঠানে গ্রন্থগারিক সংক্ষিপ্তভাবে গ্রন্থগারের সুযোগ-সুবিধা নিয়ম নীতি ও ব্যবহার পদ্ধতি তাদেরকে জানিয়ে দিবেন এটি খুবই দ্রুত কার্যক্রম



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পত্রিকা ৩৬০ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
potrika360PostAd
potrika360PostAd
potrika360PostAd
potrika360PostAd