কা’বার ঘর এর পরিচয় নির্মাণ ইতিহাস
কা’বার ঘর এর পরিচয় নির্মাণ ইতিহাস
পৃথিবীর নাভীর স্থল পবিত্র মক্কায় আল্লাহর হুকুমে পিতা ও পুত্র হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সাল্লাম পৃথিবীর প্রথম ইবাদত গৃহ হিসাবে কাবা গৃহ নির্মাণ করেন। (সূরা আল ইমরান ৯৬,৯৭)
যাকে আল্লাহর মুকিম মুসাফির ও তাওয়াফকারীর ও ইত্তেকাফকারীদের জন্য সর্বদা পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন। (সূরা বাকারা ১২৫)
আল্লাহ বাইতুল্লাহকে মানবজাতির মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান হিসাবে এবং মানুষের জন্য কল্যাণ মুক্তবিহ হিসাবে অভিহিত করেছেন যা কাফেরদের অধিকার থেকে চিরকাল মত্ত থাকবে ইনশাল্লাহ অতপর তিনি মুসলিম উম্মাহকে তাওহিদী এই বিশ্ব কেন্দ্রটিকে সর্বদা মূর্তি ও মিথ্যা থেকে মুক্ত রাখার জন্য নির্দেশ দিয়েছেন (হজ্জ ২২/৩০)
কাবাঘরের আয়তন
কাবাঘর বর্গাকৃতির। কাবাঘরের উচ্চতা ৪৫ ফুট। পূর্ব দেয়াল ৪৮ ফুট ৬ ইঞ্চি, পশ্চিম দেয়াল ৪৬ ফুট ৫ ইঞ্চি, উত্তর দেয়াল (হাতিমের পাশ) ৩৩ ফুট এবং দক্ষিণ দেওয়ালে (কালো পাথর কর্নার থেকে ইয়েমেনি কর্নার) ৩০ ফুট। কাবাঘরের দুটি দরজা ও একটি জানালা ছিল। বর্তমানে শুধু একটি দরজা রাখা হয়েছে। ভূমি থেকে ২.৫ মিটার (৪.২ ফুট) উচ্চতায় যার
পত্রিকা ৩৬০ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url