১০ই মহরম দিনে মহান আল্লাহর নির্দেশিত ঘটনার ইতিহাস
মহরম মাসের ফজিলতঃ-
মহরম মাস আরবি বছরের প্রথম মাস। আরবি বছরের প্রথম মাস হওয়ার কারণে এ মাসের আলাদা একটি মুহূর্ত রয়েছে। যা অন্য কোন মাসে নাই। এর মধ্যে আরবি মাসের ১০ই মহরম দিনে মহান আল্লাহর নির্দেশিত ঘটনার ইতিহাস, এবং সংঘটিত হওয়ার পূর্বাভাস রয়েছে এ মাসে।
অবশ্যই অন্যান্য মাসের আলাদা আলাদা মর্যাদা রয়েছে।
সূচী পত্রঃ-
শাব্দিক অর্থঃ-
মহরম শব্দটি আরবী এর শাব্দিক অর্থ পবিত্র নিষিদ্ধ। এ মাসে কোনো ঝগড়া-বিবাদ যুদ্ধ-বিগ্রহ ইসলামে নিষিদ্ধ করা হয়েছে।তাই এই মাসকে মহরম মাস বলা হয়।
উল্লেখযোগ্য ঘটনাঃ-
মহানবী হযরত মুহাম্মদ (সা) মহরম মাসে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ বিগ্রহ করেননি। মহরম মাসে দুনিয়ার অসংখ্য প্রধান প্রধান এবং উল্লেখযোগ্য ঘটনা সংঘটিত হয়েছে। এটা মহরম মাসের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। বিশেষ করে আরবি মাসের ১০ই মহরম দিন টি ১২ মাসের শ্রেষ্ঠতম স্মরণীয় দিন গুলোর মধ্যে অন্যতম । মহান আল্লাহ তায়ালা আরবি মাসের ১০ই মহরম দিনে তার শ্রেষ্ঠ সৃষ্টি লাওহে মাহফুজ এবং যাবতীয় প্রাণীর রুহু মোবারক সৃষ্টি করেছেন। দুনিয়ার সমস্ত সমুদ্র নদ নদি এবং পাহাড়-পর্বত মহান আল্লাহ সৃষ্টি করেছেন আরবি মাসের ১০ই মহরম দিনে ।
১০ই মহরম বিভিন্ন ঘটনার বর্ণনা পবিত্র কোরআন ও হাদিসের আলোকেঃ-
১০ই মহরম দিনে/মহরম মাসে সংঘটিত বিভিন্ন ঘটনার বর্ণনা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোকপাত করা হচ্ছে তার মধ্যে কয়েকটি হল-
১। আমাদের আদি পিতা প্রথম মানব হযরত আদম (আঃ) কে আল্লাহপাক আরবি মাসের ১০ই মহরম তারিখে সৃষ্টি করেছেন। এদিনই তাকে বেহেশ্ত দান করেছিলেন । এবং দুনিয়াতে হযরত আদম (আঃ) এর গুনাহ মাফ করে তার সাথে হাওয়া এর সাথে সাক্ষাৎ করিয়ে ছিলেন।
২। হযরত মুসা (আঃ) এর প্রবল শত্রু মিশরের বাদশা ফেরাউন, এদিনে মুসা (আঃ) কে আক্রমণ করেছিল। অতঃপর আল্লাহর ইচ্ছায় ফেরাউন তার দলবল সহ নীল দরিয়ায় ডুবে মরেছিল।
এছাড়াও আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাঃ-এর পূর্বপুরুষ মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) কে আরবি মাসের ১০ই মহরম দিনে পাঠিয়েছিলেন এবং এ দিনেই হযরত ইব্রাহিম আলাই সাল্লাম তার প্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ) আল্লাহর হুকুমে কুরবানী করার উদ্যোগ নিয়েছিলেন।
৩।আরবি মাসের ১০ই মহরম দিনে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর প্রিয় কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন (রাঃ) তার পরিবার পরিজনসহ কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে শাহাদত বরণ করেন।
কেয়ামতের দিন নির্ধারণঃ-
উল্লেখিত ঘটনা ছাড়াও আল্লাহতায়ালা এ দিনটিতে আরো অনেক ঘটনা সংঘটিত করেছেন এবং করবেন। আরবি মাসের ১০ই মহরম দিনে আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলম শিংগায় ফুঁক দিবেন সেইদিন পৃথিবীর সমস্ত কিছু আল্লার হুকুমে ধ্বংস হবে এমন অলৌকিক ঘটনা এই মহরম মাসে সংঘটিত হয়েছে বলে মাস টির অনেক ফজিলত মর্যাদা রয়েছে।
পত্রিকা ৩৬০ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url