কম্পিউটিং শিখুন

 আসসালামু আলাইকুম, আজ এই আর্কিটিকেলে আমরা জানবো কম্পিউটার শেখা শুরু কিভাবে করা যায় কিভাবে ঘরে বসে কম্পিউটার শিখবো তার সহজ নিয়ম বা উপায় সমূহ। চলুন এই ব্যাপারে আমরা নিচে এক এক করে জেনে নেই।

ইন্টারনেট ব্যবহার করে সহজে কম্পিউটার শেখার  উপায় নিম্নে আলোচনা করা হল

ঘরে বসেই নিজে নিজে কম্পিউটার শিক্ষা গ্রহণ করার একটি উপায় হলোইন্টারনেট ‘’ আজ ইন্টারনেট এমন একটি শিক্ষা গ্রহণের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, যার ব্যবহার করে আমরা কেবল কম্পিউটারেই নয়, যেকোনো জিনিসের শিক্ষা বা জ্ঞান নিয়ে নিতে পারি।

 

এই ক্ষেত্রে, ইন্টারনেট আমাদের জন্য একটি উপহারআজ, ইন্টারনেটের মাধ্যমে আমরা কম্পিউটারের ব্যাপারে সবটাই এক এক কোরে শিখে নিচ্ছেন।

আপনার কেবল, একটি স্মার্টফোন এবং তাতে ইন্টারনেট সংযোগ (internet Connection) এর প্রয়োজন। তারপর, ইন্টারনেটের বিভিন্ন শিক্ষা গ্রহণের মাধ্যম গুলি ব্যবহার করে আমরা কম্পিউটারের শিক্ষা নিয়ে নিতে পারব।

 

আপনার কাছে একটি android mobile  রয়েছে, তাই তো .? যদি ঠিক তাই, তাহলে তাতে ইন্টারনেট প্যাক এক্টিভেট করে আমি নিচে যেগুলি টি নিয়ম বলবো সেগুলি দিয়ে কম্পিউটার চালানো থেকে ব্যবহার করা সবটাই শিখে নিতে পারবেন।

কিন্তু, সবচেয়ে আগেই আমাদের এইটা জেনে নিতে হবে,

আমরা কম্পিউটারে কি শিখতে চাচ্ছি“.

মানে, একটি computer হলো এমন একটি machine যেটা বিভিন্য সফটওয়্যার (software) এবং হার্ডওয়্যার (hardware) এর দ্বারা কাজ করে এবং, কম্পিউটারে শেখার অনেক কিছুই রয়েছে। এখানে শিক্ষার শেষ নেই। যেমন, আপনি যদি আগে কোনোদিনই কম্পিউটার ব্যবহার করেন নাই, তাহলে আপনার প্রথমেই শিখতে হবেকম্পিউটার বেসিকস” (computer basics)।

 

আপনি যদি অফিসিয়াল (official) কাজ ডাটা এন্ট্রি বা হিসাব কিতাব করতে চান, তাহলে শিখতে হবে, tally, Microsoft excel বা অন্য কোনো সফটওয়্যার। এছাড়া, বিভিন্য সফটওয়ারের কাজ, এডিটিং এর কাজ, ইন্টারনেটের ব্যবহার, DTP, Microsoft office, Photoshop এর কাজ, OS এর কাজ, Software development, Networking আরো অনেক রয়েছে, যেগুলি আপনি শিখতে পারবেন।

কিন্তু, আপনি কিসের জন্য কম্পিউটার শিখতে চাচ্ছেন এবং কোন computer course আপনার শেখ জরুরি, সেটা আপনি নিজেই ভাবতে হবে এবং সেই হিসাবেই নিজের কোর্স (course) চালিয়ে যেতে হবে। তাছাড়া, আপনি চাইলে এক এক করে সবটাই ঘরে বোসে ইন্টারনেটের মাধ্যমে শিখে নিতে পারবেন। কিন্তু, যদি আপনি একদম নতুন, তাহলে প্রথমেই কম্পিউটারের বেসিক্স (Computer Basics) শিখে নিতে হবে।

একবার, Basic Computer Knowledge হয়ে গেলে, তারপর এক এক কোরে প্রফেশনাল কোর্স (professional course) গুলি শিখে নিতে পারবেন এবং, সবটাই ইন্টারনেটের মাধ্যমে শিখতে  অবশ্যই পারবেন।

মনে রাখবেন, নিচে যেগুলি অনলাইন উপায় বা নিয়মের বেপারে আমি বলবো সেগুলি ব্যবহার কোরে আপনারা কম্পিউটার শিক্ষতে পাবেন।

কিন্তু, নিজেকে একজন এক্সপার্ট (expert) বানানোর জন্য আপনার শিখে নেয়া জিনিস গুলি ঘরে প্রাকটিস (practice) করতেই হবে। Practice না করলে আপনি সব ভুলে যাবেন।

ইউটিউবের দ্বারা কম্পিউটার শিখুন

YouTube হলো ইন্টারনেটে অনলাইন যেকোনো জিনিস শেখার সব থেকে সেরা মাধ্যম। কারণ, ইউটিউবে হাজার হাজার লক্ষ লক্ষ টিউটোরিয়াল ভিডিও রয়েছে, যেগুলি দেখে আপনারা যেকোনো জিনিসের বিষয়ে শিখতে পারবেন।

আজ, যে কেউ কম্পিউটার বেসিক বা অন্য কম্পিউটার কোর্স শেখার জন্য ইউটিউবের ব্যবহার অবশ্যই করতে পারবেন। এতে, কেবল মোবাইলে ভিডিও দেখে দেখেই আপনি কম্পিউটার এবং তার সাথে জড়িত বিষয় গুলি শিখে নিতে পারবেন।

YouTube এর মাধ্যমে আপনারা বাংলা, হিন্দি, ইংরেজি এবং অন্য অনেক ভাষাতে ভিডিও দেখে কম্পিউটার শিখতে পারবেন।

আপনি ইউটিউবে একবারকম্পিউটার কোর্সবাকম্পিউটার বেসিক কোর্সলিখে সার্চ করেই দেখুন। অনেক ভালো ভালো টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন।

তাছাড়া, Microsoft office, excel, Photoshop, tally এবং আরো অনেক কিছুই ভিডিও দেখে শিখে নিতে পারবেন। যেই কোর্স শিখতে চান, সেটা ইউটিউবে সার্চ করুন এবং অনলাইন ঘরে বসে ভিডিও দেখে শিখে নিন

 


এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পত্রিকা ৩৬০ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url