মাসজিদে গমনকালীন ও বের হওয়ার দোয়া বা প্রার্থনা
মাসজিদে গমনকালীন ও বের হওয়ার দোয়া বা প্রার্থনা (নূর প্রার্থনা)
- সূচিপত্র
- মাসজিদে গমনকালীন দোয়া বা প্রার্থনা (নূর প্রার্থনা)
- মাসজিদে গমনকালীন দোয়া বা প্রার্থনা-১
- মাসজিদে প্রবেশের দোয়া বা প্রার্থনা-২
- মসজিদ থেকে বের দোয়া বা প্রার্থনা-১
- মসজিদ থেকে বের হওয়ার দোয়া বা প্রার্থনা-২
রাসূলুল্লাহ সাজদায় মহান আল্লাহর কাছে নূর বা জ্যোতি প্রার্থনা করতেন। তিনি সাজদা ছাড়াও ফজরের সুন্নাত আদায় করে ফরয সালাত জামা'আতে আদায়ের জন্য মাসজিদে গমনের সময়েও এ দু'আটি পাঠ করতেন বলে সহীহ হাদীসে বর্ণিত (১৯৫৭)
মাসজিদে গমনকালীন দোয়া বা প্রার্থনা-১
«أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من
الشيطان الرجيم»
উচ্চারণ: আ'ঊযু বিল্লা-হিল আযীম, ওয়া বি ওয়াজ হিহিল কারীম, ওয়া সুলতা নিহিল কাদীম মিনাশ শাইত্বা-নির রাজীম।
অর্থ: “আমি আশ্রয় প্রার্থনা করছি মহান আল্লাহর এবং তাঁর সম্মানিত চেহারার এবং তাঁর অনাদি ক্ষমতার, বিতাড়িত শয়তান থেকে। "
আব্দুল্লাহ ইবনু আমর বলেন, রাসূলুল্লাহ মাসজিদে প্রবেশের সময় এ কথা বলতেন এবং তিনি বলেছেন, "যদি কেউ তা বলে তবে শয়তান বলে, সারাদিনের জন্য এ ব্যক্তি আমার খপ্পর থেকে রক্ষা পেল। "
হাদীসটি সহীহ । ১৫৮)
মাসজিদে প্রবেশের দোয়া বা প্রার্থনা-২
«اللهم افتح لي أبواب رحمتك»
উচ্চারণ: আল্লা-হুম্মাফ্ তা'হ্ লী আবওয়া-বা রাহমাতিকা।
অর্থ: হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।
ইমাম মুসলিম এভাবেই সংক্ষিপ্ত দু'আটি সংকলন করেছেন। অন্যান্য গ্রন্থে প্রাসঙ্গিক আরো কয়েকটি বাক্য বর্ণিত । এগুলো-সহ দু'আটি নিম্নরূপ:
«بسم الله، (والحمد لله) اللهم صل على محمد وسلم، (اللهم
اغفر لي ذنوبي) وافتح لي أبواب رحمتك»
উচ্চারণ: বিসমিল্লা-হ, (ওয়াল হামদুলিল্লাহ,) আল্লা-হুম্মা ছাল্লি ‘আলা- মু’হাম্মাদিন ওয়া সাল্লিম, (আল্লাহুম্মাগফির লী যুনূবী) ওয়াতা'হ্ লী আবওয়া-বা রা'মাতিকা।
অর্থ: আল্লাহর নামে, এবং সকল প্রশংসা আল্লাহর। হে আল্লাহ মুহাম্মাদের উপর সালাত ও সালাম প্রদান করুন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং আমার জন্য আপনার করুণার দরজাগুলো উন্মুক্ত করুন। ”
মসজিদ থেকে বের দোয়া বা প্রার্থনা-১
«اللهم إني أسألك من فضلك»
উচ্চারণ: আল্লা-হুম্মা- ইন্নী আস্আলুকা মিন ফাদ্বলিকা।
অর্থ: হে আল্লাহ, আমি চাচ্ছি আপনার কাছে আপনার রিযক বরকতের প্রশস্ততা। ”
ইমাম মুসলিম এভাবেই সংক্ষিপ্ত দু'আটি সংকলন করেছেন। অন্যান্য গ্রন্থে প্রাসঙ্গিক আরো কয়েকটি বাক্য বর্ণিত হয়েছে। এগুলো সহ দু'আটি নিম্নরূপ:
«بسم الله، اللهم صل على محمد وسلم، (اللهم اغفر لي ذنوبي)
وافتح لي أبواب فضلك»
উচ্চারণ: বিসমিল্লাহ, আল্লা-হুম্মা ছাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, (আল্লাহুম্মাগফির লী যুনূবী) ওয়াতা'হ্ লী আবওয়া-বা ফাদলিকা।
অর্থ: আল্লাহর নামে, হে আল্লাহ, মুহাম্মাদের উপর সালাত ও সালাম প্রদান করুন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং আমার জন্য আপনার রি-বরকতের দরজাগুলো উন্মুক্ত করুন । ” (১৬২)
মসজিদ থেকে বের হওয়ার দোয়া বা প্রার্থনা-২
«اللهم أجرني من الشيطان الرجيم» উচ্চারণ: আল্লা-হুম্মা, আজির্ নী মিনাশ শায়ত্বা-নির রাজীম।
অর্থ: “হে আল্লাহ আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন।”
আবু হুরাইরা বলেছেন, রাসূলুল্লাহ মসজিদ থেকে বের হওয়ার সময় এ যিক্র পাঠ করতে নির্দেশ দিয়েছেন। হাদীসটি সহীহ (১৬৩)
পত্রিকা ৩৬০ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url