potrika360PostAd

মাসজিদে গমনকালীন ও বের হওয়ার দোয়া বা প্রার্থনা

 

মাসজিদে গমনকালীন ও বের হওয়ার দোয়া বা প্রার্থনা (নূর প্রার্থনা)

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব । আমাদের সবাইকে মনে রাখতে হবে যে ,মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন  তার গোলাম হিসেবে সুতরাং    প্রতিটি কর্মক্ষেত্রে মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করে শুরু করব। এতে করে আমাদের কাজগুলো সহজ হবে এবং কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। প্রতিনিয়ত এই নিয়মগুলো মেনে চলতে পারলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি  খুশি থাকবেন । আমরা যখন মসজিদে প্রবেশ করব তখন এবং গমনকালীন অবস্থায় ও বের হওয়ার সময় নিম্নলিখিত দোয়া গুলো পাঠ করবো ।







রাসূলুল্লাহ সাজদায় মহান আল্লাহর কাছে নূর বা জ্যোতি প্রার্থনা করতেন। তিনি সাজদা ছাড়াও ফজরের সুন্নাত আদায় করে ফরয সালাত জামা'আতে আদায়ের জন্য মাসজিদে গমনের সময়েও এ দু'আটি পাঠ করতেন বলে সহীহ হাদীসে বর্ণিত (১৯৫৭)


মাসজিদে গমনকালীন  দোয়া  বা প্রার্থনা-১


«أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من


الشيطان الرجيم»

উচ্চারণ: আ'ঊযু বিল্লা-হিল আযীম, ওয়া বি ওয়াজ হিহিল কারীম, ওয়া সুলতা নিহিল কাদীম মিনাশ শাইত্বা-নির রাজীম।

অর্থ: “আমি আশ্রয় প্রার্থনা করছি মহান আল্লাহর এবং তাঁর সম্মানিত চেহারার এবং তাঁর অনাদি ক্ষমতার, বিতাড়িত শয়তান থেকে। "

আব্দুল্লাহ ইবনু আমর বলেন, রাসূলুল্লাহ মাসজিদে প্রবেশের সময় এ কথা বলতেন এবং তিনি বলেছেন, "যদি কেউ তা বলে তবে শয়তান বলে, সারাদিনের জন্য এ ব্যক্তি আমার খপ্পর থেকে রক্ষা পেল। "

হাদীসটি সহীহ । ১৫৮)






 মাসজিদে প্রবেশের দোয়া  বা প্রার্থনা-২


«اللهم افتح لي أبواب رحمتك»


উচ্চারণ: আল্লা-হুম্মাফ্‌ তা'হ্ লী আবওয়া-বা রাহমাতিকা।

 অর্থ: হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।

ইমাম মুসলিম এভাবেই সংক্ষিপ্ত দু'আটি সংকলন করেছেন। অন্যান্য গ্রন্থে প্রাসঙ্গিক আরো কয়েকটি বাক্য বর্ণিত । এগুলো-সহ দু'আটি নিম্নরূপ:

«بسم الله، (والحمد لله) اللهم صل على محمد وسلم، (اللهم

اغفر لي ذنوبي) وافتح لي أبواب رحمتك»

 উচ্চারণ: বিসমিল্লা-হ, (ওয়াল হামদুলিল্লাহ,) আল্লা-হুম্মা ছাল্লি ‘আলা- মু’হাম্মাদিন ওয়া সাল্লিম, (আল্লাহুম্মাগফির লী যুনূবী) ওয়াতা'হ্ লী আবওয়া-বা রা'মাতিকা।

অর্থ: আল্লাহর নামে, এবং সকল প্রশংসা আল্লাহর। হে আল্লাহ মুহাম্মাদের উপর সালাত ও সালাম প্রদান করুন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং আমার জন্য আপনার করুণার দরজাগুলো উন্মুক্ত করুন। ” 


মসজিদ থেকে বের দোয়া  বা প্রার্থনা-১


«اللهم إني أسألك من فضلك»

উচ্চারণ: আল্লা-হুম্মা- ইন্নী আস্‌আলুকা মিন ফাদ্বলিকা।

অর্থ: হে আল্লাহ, আমি চাচ্ছি আপনার কাছে আপনার রিযক বরকতের প্রশস্ততা। ”

ইমাম মুসলিম এভাবেই সংক্ষিপ্ত দু'আটি সংকলন করেছেন। অন্যান্য গ্রন্থে প্রাসঙ্গিক আরো কয়েকটি বাক্য বর্ণিত হয়েছে। এগুলো সহ দু'আটি নিম্নরূপ:

«بسم الله، اللهم صل على محمد وسلم، (اللهم اغفر لي ذنوبي)

وافتح لي أبواب فضلك»

উচ্চারণ: বিসমিল্লাহ, আল্লা-হুম্মা ছাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, (আল্লাহুম্মাগফির লী যুনূবী) ওয়াতা'হ্ লী আবওয়া-বা ফাদলিকা।

অর্থ: আল্লাহর নামে, হে আল্লাহ, মুহাম্মাদের উপর সালাত ও সালাম প্রদান করুন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং আমার জন্য আপনার রি-বরকতের দরজাগুলো উন্মুক্ত করুন । ” (১৬২)






মসজিদ থেকে বের হওয়ার দোয়া  বা প্রার্থনা-২


«اللهم أجرني من الشيطان الرجيم» উচ্চারণ: আল্লা-হুম্মা, আজির্ নী মিনাশ শায়ত্বা-নির রাজীম।

অর্থ: “হে আল্লাহ আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন।”

আবু হুরাইরা বলেছেন, রাসূলুল্লাহ মসজিদ থেকে বের হওয়ার সময় এ যিক্র পাঠ করতে নির্দেশ দিয়েছেন। হাদীসটি সহীহ (১৬৩)


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পত্রিকা ৩৬০ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
potrika360PostAd
potrika360PostAd
potrika360PostAd
potrika360PostAd